ICJ-র রায়ের পর খুশির হাওয়া কুলভূষণ যাদবের বাড়িতে - celebrates
🎬 Watch Now: Feature Video
ICJ-র রায়ের পর খুশির হাওয়া কুলভূষণ যাদবের বাড়িতে । আজ মহারাষ্ট্রে কুলভূষণ যাদবের বাড়িতে বেলুন উড়িয়ে ও আতসবাজি পুড়িয়ে আদালতের রায়কে স্বাগত জানানো হয় । প্রতিবেশীরা বলেন, "আমাদের কাছে এই রায় প্রত্যাষিত ছিল । এই রায়ের মাধ্যমে পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হল ।" আজ কুলভূষণ মামলায় আন্তর্জাতিক ন্যায় আদালতে (ICJ) ঐতিহাসিক-কূটনৈতিক জয় পায় ভারত । আজ ICJ জানিয়ে দেয়, কুলভূষণ যাদবকে এখনই ফাঁসি দিতে পারবে না ইসলামাবাদ । এই রায় পুনর্বিবেচনা করার জন্য ইমরান খান প্রশাসনকে নির্দেশও দিয়েছে আদালত । দেখুন ভিডিয়ো...