আইন অমান্য আন্দোলনে চম্পারণ অনুপ্রেরণা দিয়েছিল গান্ধিকে - Gandhiji Champaran package
🎬 Watch Now: Feature Video
মহাত্মা গান্ধি স্বাধীনতা আন্দোলনের সময় দেশব্যপী ভ্রমণ করেছিলেন । তবে সেই জায়গাগুলির মধ্যে কয়েকটি মাহাত্মা গান্ধির বিশেষ প্রিয় ছিল । সেরকমই একটি জায়গা চম্পারণ ।
চম্পারণ এমন একটি জায়গা যা গান্ধির মনে ও জীবনে এক গভীর প্রভাব ফেলেছিল । এখান থেকেই গান্ধি তার আইন অমান্য আন্দলোনের সূচনা করেন । চম্পারণের সেই আন্দোলনই গান্ধিকে মহাত্মা গান্ধিতে পরিণত করে । বিংশ শতাব্দীতে সেটি ছিল ব্রিটিশ সম্রাজ্যের বিরুদ্ধে প্রথম গর্জন ।