শিক্ষা, স্বাস্থ্যসহ একাধিক ক্ষেত্রে কেন্দ্রের সংস্কার নীতি কতটা আশাব্যঞ্জক ?
🎬 Watch Now: Feature Video
লকডাউনে আমজনতার জন্য 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র । আত্মনির্ভর ভারত গড়ার এই প্যাকেজে কতটা লাভবান হবে সাধারণ মানুষ ? কৃষি, শিল্পসহ বিভিন্ন খাতে বরাদ্দে লাভ-ক্ষতির সংখ্যাটি ঠিক কত ? বেথুন কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা মৈত্রী ঘোষ ও স্যার গুরুদাস মহাবিদ্যালয়ের অধ্যাপক শান্তনু বসুর সঙ্গে কেন্দ্রের প্যাকেজ নিয়ে বিস্তারিত আলোচনায় ETV ভারতের নিউজ় কো-অর্ডিনেটর দীপঙ্কর বসু ।