JEE ও NEET না পিছোনোর জন্য শিক্ষার্থীরা মেইল করছে : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী - JEE ও NEET পরীক্ষা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 28, 2020, 7:56 PM IST

JEE ও NEET পরীক্ষা পিছোলে পড়ুয়াদের এক বছর ক্ষতি হয়ে যাবে ৷ তাদের শিক্ষাবর্ষ নষ্ট হবে ৷ পড়ুয়াদের কেরিয়ার বিপদে ফেলা যাবে না ৷ তাদের কেরিয়ারের সঙ্গে আপস করা যাবে না ৷ বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ৷ তিনি আরও বলেন, "NTA পরীক্ষা নেওয়ার জন্য বেশকিছু পদক্ষেপ করেছে ৷ পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে, বিকল্প বসার ব্যবস্থা করা হয়েছে ৷ আমাদের শক্ত থাকতে হবে ৷ মারণাত্মক প্যানডেমিকের বিরুদ্ধে লড়াই করতে হবে ৷ কিন্তু , পড়ুয়াদের কেরিয়ারের সঙ্গে আপস করা যাবে না ৷ একটা গোটা শিক্ষাবর্ষ নষ্ট করা যাবে না ৷ " মন্ত্রী বলেন, " 25 লাখ পরীক্ষার্থীদের মধ্যে 17 লাখ পরীক্ষার্থী ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন ৷ পরীক্ষা না পিছোনোর জন্য সারা দেশের বহু পরীক্ষার্থী আমাদের মেইল করছে ৷ "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.