কাজে আসতে চাপ, অক্সিজেন সাপোর্ট নিয়েই ব্যাঙ্কে অসুস্থ কর্মচারী - covid positive employee reaches bank with oxygen support
🎬 Watch Now: Feature Video
বোকারোয় অক্সিজেন সিলিন্ডার নিয়ে ব্যাঙ্কে হাজির কর্মচারী ৷ তাঁর অভিযোগ, শরীর ঠিক না হওয়া সত্ত্বেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে কাজে আসার জন্য চাপ দিতে থাকে ৷ তাই অসুস্থ অবস্থাতেই তিনি পরিবারকে সঙ্গে নিয়ে অক্সিজেন সিলিন্ডারের সাপোর্টে অফিসে আসেন ৷ কিছুদিন আগে করোনা আক্রান্ত হন ঝাড়খণ্ডের বোকারো সেক্টর 4 এর পঞ্জাব ন্যাশানল ব্যাঙ্কের কর্মচারী অরবিন্দ কুমার ৷ করোনা থেকে সেরে উঠলেও তাঁর ফুসফুসের সমস্যা ছিল ৷ এই অবস্থায় তিনি ব্যাঙ্ককে তাঁর শারীরিক অবস্থার কথা জানালেও, ব্যাঙ্ক তাঁর ছুটি মঞ্জুর না করে, তাঁকে কাজে আসতে বলে ৷ তিনি ইস্তফা দিতে চাইলেও, তাঁর ইস্তফা গৃহীত হয়নি বলেই জানা গিয়েছে ৷ যে কারণে অক্সিজেন সিলিন্ডার নিয়ে, অক্সিজেন মাস্ক মুখে লাগিয়ে ব্যাঙ্কে হাজির হন অরবিন্দ ৷