তেরঙায় ঢাকল সাধারণতন্ত্রের শাহিনবাগ - 71 তম সাধারণতন্ত্র দিবস
🎬 Watch Now: Feature Video
71তম সাধারণতন্ত্র দিবসের সকাল ৷ তেরঙা হাতে শাহিনবাগ চত্বরে জড়ো হচ্ছেন প্রতিবাদকারীরা ৷ ইশু নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে প্রতিবাদকারীদের ৷ সাধারণতন্ত্র দিবসের দিনেও তেরঙা হাতে শাহিনবাগে উঠল CAA-বিরোধী স্লোগান ৷ উপস্থিত ছিলেন JNU-এর প্রাক্তন ছাত্র ও সমাজকর্মী উমর খলিদও ৷