Landslide in Uttarakhand : পাহাড় ভেঙে রাস্তায়, বরাতজোরে বাঁচলেন 14 বাসযাত্রী - উত্তরাখণ্ডে ভূমিধস
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12836621-thumbnail-3x2-uk.jpg)
নৈনিতালের আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিল বাসটি ৷ তখনই সাক্ষাৎ যমদূতের মতো পাহাড় থেকে মাটি, পাথর নেমে এল রাস্তায় ৷ ড্রাইভারের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের 14 জন যাত্রী ৷ পাহাড় ধসের দৃশ্য দেখে আতঙ্কে বাস থেকে নেমে পালাতে থাকেন যাত্রীরা ৷ শুক্রবার উত্তরাখণ্ডের নৈনিতালে এই ঘটনা ঘটেছে ৷ কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷