উত্তরাখণ্ডে ভেঙে পড়ল ব্রিজ - উত্তরাখণ্ড

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 24, 2020, 9:43 AM IST

40 ফুট লম্বা বেইলি ব্রিজ হল উত্তরাখণ্ডের একটি অন্যতম যোগাযোগের বন্ধন ৷ ভারত-চিন সীমান্তের 50 কিলোমিটার মধ্যে রয়েছে এই ব্রিজটি ৷ 18 টন ওজনের জিনিস ব্রিজটি বহন করতে সক্ষম ৷ সোমবার ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ে যায় ৷ দেখা যায় , ব্রিজটি ভাঙার সময় একটি ট্রাক তার উপর দিয়ে যাচ্ছিল ৷ আর সেই ট্রাকের উপর রাখা ছিল একটি মাটি খোঁড়ার মেশিন ৷ প্রাথমিক অনুমান, যেহেতু ট্রাক আর মাটি খোঁড়ার মেশিনের মোট ওজন ছিল 26 টন ৷ ব্রিজটা সেই ভার বহন করতে না পেরেই ভেঙে পড়ে ৷ ঘটনায় আহত হয় ট্রাকটির চালক এবং মাটি খোঁড়ার মেশিনের চালক ৷ মৌসুরির একটি হাসপাতালে বর্তমানে তাঁরা চিকিৎসাধীন ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.