এখনও থমথমে অন্ততনাগ, বন্ধ দোকানপাট - এখনও থমথমে অন্ততনাগ
🎬 Watch Now: Feature Video
307 ধারা প্রত্যাহারের পর 20 দিন কেটে গেছে ৷ কিন্তু, এখনও থমথমে দক্ষিণ কাশ্মীরের অন্ততনাগ ৷ বন্ধ দোকানপাট ৷ হাতেগোনা কিছু লোক বেরিয়েছেন রাস্তায় ৷ মাঝে মধ্যে চোখে পড়ছে কয়েকটি গাড়ি ৷ এরই মধ্যে নজরদারি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী ৷