বিধানসভা ভোটে মমতাকে সমর্থনের কথা ঘোষণা অখিলেশের - west bengal assembly election ২০২১
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10285088-thumbnail-3x2-ma.jpg)
2021-এর বিধাসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে সমাজবাদী পার্টি । জানালেন অখিলেশ যাদব । তিনি বলেন, "বিজেপি হিংসা ছড়িয়ে নির্বাচনে জিততে চাইছে । কিন্তু তা হতে দেওয়া যায় না । তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সমর্থন করব ।"
Last Updated : Jan 18, 2021, 6:34 PM IST