জলমগ্ন মুম্বই, বাইকের হেলমেটে আশ্রয় পেল বিড়ালছানা - motorcycle
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8315045-thumbnail-3x2-aa.jpg)
গত তিনদিন মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক জায়গায় চলছে ভারী বৃষ্টি । বিপর্যস্ত মুম্বইয়ের স্বাভাবিক জনজীবন । জলমগ্ন বহু এলাকা । এই পরিস্থিতিতে মুম্বইয়ের ওয়াদালা এলাকায় একটি বিড়ালছানাকে বাঁচালেন এক ব্যক্তি । বিড়ালছানাটিকে জল থেকে তুলে বাইকের হেলমেটে আশ্রয় দেন তিনি । আশ্রয় পেয়ে বিড়ালটিও তখন মিউ মিউ করতে ব্যস্ত । পরে যদিও হেলমেট থেকে তুলে বিড়ালছানাটিকে বাইকের ট্যাঙ্কের উপর বসেই ওই ব্যক্তি বাড়ির দিকে রওনা দেন ৷