Kerala Rain : কেরালার বন্যায় মৃত বেড়ে 7, ধসে নিখোঁজ 12, উদ্ধারে সেনা ও এনডিআরএফ
🎬 Watch Now: Feature Video
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সমগ্র কেরালা ৷ বন্যা ও ধসে মারা গিয়েছেন 7 জন ৷ সেনাবাহিনী ও এনডিআরএফ উদ্ধারকাজ শুরু করেছে ৷ কোট্টায়ামের কুট্টিক্কাল এবং ইদুক্কির কোক্কায়ারের ধসে 12 জন নিখোঁজ ৷ কুট্টিকাল, কোক্কায়ারে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ রাজ্যের বেশ কিছু জেলা কার্যত জলের তলায় ৷ নেই বিদ্যুৎ সংযোগ ৷ কেরালার বাঁধগুলিতে জল বইছে বিপদ সীমার উপর দিয়ে ৷
Last Updated : Oct 17, 2021, 1:23 PM IST