Bengal Civic Polls 2022 : পুরুলিয়া জেলায় নির্বাচনী প্রচারে ভুবন বাদ্যকর - Bengal Civic Polls 2022
🎬 Watch Now: Feature Video
পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের হয়ে পৌরসভা ভোটের প্রচারে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর (Kancha Badam Fame Bhuban Badyakar in Election Rally for TMC) ৷ 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নবেন্দু মাহালীর হয়ে প্রচার সারেন তিনি ৷ ভুবনের সঙ্গে ছিলেন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী (Bhuban Badyakar in Election Campaign in Purulia With Soham) ৷ সেখানে তিনি রোড শো করেন ৷ এ দিন ভুবন বাদ্যকরকে দেখতে প্রচুর লোক ভিড় করেছিলেন ৷ সেখানে কাঁচা বাদাম গান গেয়ে প্রচার মঞ্চ মাতিয়ে দেন ভুবন বাদ্যকর ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
Bengal Civic Polls 2022