Dilip Ghosh at Purulia : রঘুনাথপুর পৌরবোর্ড দখল করবে বিজেপি, আশাবাদী দিলীপ ঘোষ - পশ্চিমবঙ্গের পৌরসভা নির্বাচন 2022
🎬 Watch Now: Feature Video
রঘুনাথপুর পৌরসভায় উন্নয়ন বলতে কিছুই হয়নি (Bengal civic polls 2022)। তাই আগামী দিনে রঘুনাথপুর পৌরবোর্ড দখল করবে বিজেপি । পুরুলিয়ার (Purulia news) রঘুনাথপুর পৌরসভা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে এমনই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh campaigns at Purulia)। এ দিন সকাল সকাল কর্মী সমর্থকদের নিয়ে রঘুনাথপুর শহরে প্রাতঃভ্রমণ করে পরে চা চক্রে সামিল হন তিনি । সেখানে দিলীপ ঘোষ বলেন, পৌরসভা নির্বাচনে রঘুনাথপুর পৌরবোর্ড দখল করবে বিজেপি । সেখান থেকে পুরুলিয়া পৌরসভা এবং ঝালদা পৌরসভা এলাকায় নির্বাচনী প্রচারে যান দিলীপ ঘোষ ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST