Bengal Civic Poll 2022: রক্তাক্ত পৌরভোটে ব্যতিক্রমী দার্জিলিঙ - Bengal Civic Poll 2022
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14584037-241-14584037-1645952072889.jpg)
সারা রাজ্যে পৌর নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার চেহারা নিয়েছে । সেখানে উল্টো ছবি শৈলরানী দার্জিলিঙে । রবিবার সকাল থেকেই কোভিডবিধি মেনে শান্তিপূর্ণভাবে ভোট হয় দার্জিলিঙ-এ । 32টি পৌরসভায় নির্বাচন (Bengal Civic Poll 2022) । এদিন সকালে ভোট দেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নিরজ জিম্বা (Darjeeling Election) । এদিন নেপালি গার্লস সোশ্যাল সার্ভিস সেন্টারে ভোট দেন বিজেপি বিধায়ক । ভোটাধিকার প্রয়োগ করেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড । ভোট দেন জিএনএলএফ সভাপতি মন ঘিসিংও ।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST