Agnimitra Paul on BJP : বঙ্গে পদ্মফুল নড়বড়ে, স্বীকার অগ্নিমিত্রার - বঙ্গে পদ্মফুল নড়বড়ে
🎬 Watch Now: Feature Video
আসানসোল লোকসভা কেন্দ্র উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল । নাম ঘোষণার পরেই নিজেদের সাংগঠনিক দুর্বলতার কথা প্রকাশ করে অগ্নিমিত্রা বললেন, "2 মে-র পর থেকে মুখ্যমন্ত্রীর দল অত্যাচার চালাচ্ছে ৷ আর আমাদের দলও একটু নড়বড়ে হয়ে গিয়েছে ৷ তবে আসানসোলের মানুষ ভোট দেওয়ার জন্য উঁচিয়ে আছেন ৷" তাঁর দাবি, আসানসোলবাসী শুধুমাত্র নরেন্দ্র মোদিকেই চেনেন ৷ আসানসোল দক্ষিণের বিধায়ক বললেন, "আসানসোলের মানুষ কোনও বহিরাগতকে বিশ্বাস করবে না ৷ সে মিস্টার সিনহা হোক বা মিস্টার ঘোষ বা মিস্টার চোপড়া ৷" তবে এই নাম ঘোষণা তাঁর কাছে অপ্রত্যাশিত, জানালেন ফ্যাশন ডিজাইনার-নেত্রী অগ্নিমিত্রা (Asansol Lok Sabha BJP Candidate Agnimitra Paul admits Bengal BJP weakness) ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST