Firhad Hakim on Anish & Rampurhat Incident : আনিশ হত্যা এবং রামপুরহাট-কাণ্ড অপ্রত্যাশিত, কর্মিসভায় বার্তা ফিরহাদের - Anish khan Murder and Rampurhat Incident is Unexpected
🎬 Watch Now: Feature Video
আনিশ খানের মৃত্যু এবং রামপুরহাটের ঘটনা না ঘটলেই ভাল হত (Anish khan Murder and Rampurhat Incident is Unexpected) ৷ পুরাতন মালদায় তৃণমূলের সাংগঠনিক সভায় এমনটাই জানালেন ফিরহাদ হাকিম ৷ তবে, এই ঘটনাগুলি কারও হাতে নেই ৷ ফলে যা হয়েছে, তা নিয়ে বেশি না ভেবে ৷ দোষীদের শাস্তি দেওয়াই প্রথম কাজ ৷ আর রাজ্যের মুখ্যমন্ত্রী সেই কাজই করছেন বলে জানান ফিরহাদ ৷ তবে, আনিশ খান হত্যা এবং রামপুরহাট-কাণ্ডে বিরোধীদের প্রতিবাদ-আন্দোলনের সমালোচনা করেছেন ৷ তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন ৷ ততদিন আইনশৃঙ্খলা নিয়ে কোনও প্রশ্ন উঠবে না ৷ সরকার কোনওভাবেই আনিশ খান ও রামপুরহাটের ঘটনাকে প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন ফিরহাদ ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST