Agnimitra Vote Campaign: ইস্কো কারখানায় ভোট প্রচারে গিয়ে বেসরকারিকরণেই সায় অগ্নিমিত্রার, কটাক্ষ তৃণমূলের - agnimitra paul vote campaign in iisco
🎬 Watch Now: Feature Video
সকাল সকাল ইস্কো কারখানার প্রবেশ গেটে কর্মীদের মাঝে প্রচার সারলেন আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (agnimitra paul vote campaign in asansol)। বৃহস্পতিবার সকালে ইস্কোর স্কব গেটের সামনে ইস্কো কর্মীদের ভোট দেওয়ার অনুরোধ জানান ও নিজের প্রচারপত্র বিলি করেন। অগ্নিমিত্রা পল বলেন, "ছোটবেলায় বাবার সঙ্গে আসতাম ফিয়াট গাড়ি চড়ে। বিশ্বকর্মা পুজোর দিন কারখানা ঘুরে দেখার অনুমতি মিলত। বাবা ছিলেন ইস্কোর হাসপাতালের চিকিৎসক। তাই ইস্কোর সঙ্গে আমার আত্মার সম্পর্ক।" সম্প্রতি ইস্কো কারখানার ফেরো স্ক্র্যাপ বিভাগটিকে বেসরকারিকরণ করার বিষয়ে তিনি বলেন, "যদি কেন্দ্রীয় সরকার মনে করে বেসরকারিকরণের দরকার আছে, তাহলে বেসরকারিকরণ হোক। তাতে তো কোনও অসুবিধা নেই। বেসরকারিকরণ মানেই যে সেটা খারাপ তা তো নয়। এমন করলে যদি কর্মীদের ভাল হয় তাতে অসুবিধা নেই। সেটা ভালই হবে।" এ বিষয়ে তৃণমূলের রাজ্য কোর কমিটির সদস্য তথা স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র বলেন, "প্রার্থী বলছে ইস্কো কারখানার বেসরকারিকরণ জরুরি। বেসরকারিকরণ হলে কর্মী সংকোচন হবে, আর্থিকভাবে আসানসোল শ্মশানে পরিণত হবে।"
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST