Road Block At Daspur: দাসপুরে রাস্তার ধুলো বন্ধের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের - agitation and road block by local resident for stop dust at daspur
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14774702-thumbnail-3x2-daspur.jpg)
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে জোরকদমে চলছে রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ (Road Block At Daspur)। আর তাতেই সমস্যায় পড়ছেন স্থানীয় মানুষজন। এই রাস্তার কাজের জন্য ধুলোয় ভরে থাকে গোটা এলাকা। সমস্যায় পড়তে হয় গাড়ি চালকদেরও ৷ ঘটে দুর্ঘটনাও। প্রায় সময় দুর্ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন ৷ বার বার প্রশাসনকে বলেও কোনও লাভ হচ্ছিল না। এই অবস্থায় স্থানীয়রা রাস্তা অবরোধ করেন। দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর ওঠে অবরোধ।
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
Road Block At Daspur