Abhishek Chatterjee Condolence Programme : অভিষেক চট্টোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানে ব্যথাতুর সহ-অভিনেতা-অভিনেত্রীরা - Condolence programme of the Late actor Abhishek Chatterjee
🎬 Watch Now: Feature Video
সম্পন্ন হল অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠান (Condolence programme of the Late actor Abhishek Chatterjee)। রবিবারের দুপুরে অভিনেতাকে শ্রদ্ধা জানাতে আসেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা প্রায় সকলেই ৷ রবিবার অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠান আয়োজিত হয় তাঁর বাসস্থান সিটি হাইটস-এর ব্যাংকোয়েটে। হাজির ছিলেন অভিনেতা দুলাল লাহিড়ী, কৌশিক বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, ইন্দ্রাণী হালদার, রচনা বন্দ্যোপাধ্যায়, লাবণী সরকার, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, শুভাশিস মুখোপাধ্যায়, শতাব্দী রায়, সোনামণি সাহা, প্রতীক সেন, রাজন্যা মিত্র, মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ আরও অনেকে ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST