AAP in Bengal : আম আদমি পার্টির রোড শো-য়ে উপস্থিত হাজারখানেক সমর্থক - aam aadmi party road show in kolkata

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 13, 2022, 9:12 PM IST

Updated : Feb 3, 2023, 8:19 PM IST

দিল্লির (Delhi) পর পঞ্জাব (Punjab) জিতেছে আম আদমি পার্টি। এবার আম আদমি (Aam Aadmi Party) পার্টি ধীরে ধীরে এগোচ্ছে বাংলায় দিকে ৷ বাংলায় নিজেদের সংগঠন তৈরির কাজে নেমেছে আপ (AAP) । আজ কলকাতার রাজপথে ছিল আপের পদার্পণ যাত্রা ৷ যা গিরিশ পার্ক থেকে শুরু হয়ে শেষ হয় ধর্মতলায় ৷ আপের প্রায় হাজারখানেক সমর্থক উপস্থিত ছিল এই যাত্রায় ৷ ইতিমধ্যেই বাংলার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন আপের সর্ব-নির্ধারক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। পশ্চিমবঙ্গের আম আদমি পার্টির মুখপাত্র আরিফ চৌধুরী বলেন, "বাংলায় রয়েছে বিভিন্ন সমস্যা ৷ যদি সাধারণ মানুষ আম আদমি পার্টিকে সুযোগ দেয় তাহলে তাদের যে সমস্যা গুলি রয়েছে তা আমরা দূর করতে পারব ৷" অন্যদিকে রাজ্যে নির্বাচনে আপের এই অংশগ্রহণকে মোটেও আমল দিচ্ছে না শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)।
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.