Suvendu Adhikari To Mamata: মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালনের ডাক শুভেন্দুর - মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালনের অনুরোধ করলেন শুভেন্দু অধিকারী
🎬 Watch Now: Feature Video
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দুর্গাপুরের ফরিদপুর থানার ঝাঁঝরা কলোনিতে এসে কর্মিসভা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari To Mamata)। কর্মিসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "রামপুরহাটের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সিবিআই তদন্তকে স্বাগত জানানো প্রয়োজন ছিল একজন মুখ্যমন্ত্রী হিসেবে। কিন্তু তিনি তা না করে শৈলশহরে ঘুরতে গিয়ে সেখান থেকে সিবিআইকে পালটা হুমকি দিয়ে পথে নামার কথা বলছেন। তিনি তাঁর দলের নেত্রীর মতো কথা বলছেন। তিনি একজন মুখ্যমন্ত্রীর মতো কথা বললেন না। সিবিআইকে ধমকানো মানে দেশের সংবিধান,আইনকে সম্মান না জানানো। কারণ, সিবিআই কোনও সরকারের কথায় তদন্ত করেনি।"
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
Suvendu Adhikari To Mamata