Cobra Snake Fight : এলাকা নিয়ে দুই বিষধরের লড়াই; আতঙ্কে পরিবার - Forest Department
🎬 Watch Now: Feature Video
কুকুরের এলাকা নিয়ে মারামারি দেখেছেন, মানুষেরও দেখেছেন এলাকা দখল নিয়ে বিবাদ ৷ কিন্তু কোনদিনও শুনেছেন এলাকা নিয়ে সাপের লড়াই! শোনোননি তো, তাহলেই ভাবুন একবার কি সাংঘাতিক ৷ এরকমটাই ঘটেছে ঘাটালের খড়ারের বাসিন্দা অরূপ পারিয়ালের বাড়িতে ৷ বাড়ির মধ্যে ফোঁস-ফোঁস শব্দ শুনে বাড়ির গৃহকর্তা দেখেন তাঁর শোবার ঘরের দেওয়ালের ফোকরে 2টি সাপের লেগেছে লড়াই (Snake Fight)। আতঙ্কের মধ্যেই অরূপবাবু খবর দেন দাসপুর সুলতাননগর বিট অফিসে ৷ বনদফতরের (Forest Department) কর্মীরা এসে সাপ দু'টিকে উদ্ধার করে ৷ তারা জানান, একটি খরিশ ও অন্যটি গোখরো ৷ সাপ দু'টিকে প্রাথমিক চিকিৎসা করার পরই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্ধারকারী দল ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST