Art exhibition of Anuradha : কাছের বন্ধুর ফোটোগ্রাফি প্রদর্শনীর উদ্বোধনে টলি কুইন ঋতুপর্ণা - Art exhibition of Anuradha
🎬 Watch Now: Feature Video
কাছের বন্ধু অনুরাধা চট্টোপাধ্যায়ের চিত্র প্রদর্শনীতে হাজির হলেন টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত । 'ক্যালকাটা লাইফস্কেপ' শিরোনামের এই প্রদর্শনীটির এদিন উদ্বোধন করলেন অভিনেত্রী (rituparna sengupta inaugurates the exhibition of paintings by anuradha chatterjee)। তিনি জানান, এত দুসংবাদের মধ্য়ে দিয়েও জীবন এগিয়ে চলে, তার মধ্যই তাঁর কাছের বন্ধু যেভাবে ফোটোগ্রাফি নিয়ে কাজ করছেন, তা দেখে তাঁর ভাল লাগছে ৷ প্রত্যেক ছবির মধ্য একটা সুন্দর গল্প বলেছেন অনুরাধা চট্টোপাধ্যায় ৷ অভিনেত্রীর আশা সকলেই ছবিগুলি উপভোগ করবেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
Art exhibition of Anuradha