Frog Wedding in Arambag : মালাবদল থেকে সিঁদুরদান, বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে ! - ব্যাঙের বিয়ে
🎬 Watch Now: Feature Video
বর আছে, বৌ আছে, আছে পুরোহিত, মন্দির, উলু, শঙ্খধ্বনি ৷ সেজেগুজে বরযাত্রী, কনেযাত্রীরাও হাজির ৷ নিয়ম মেনেই মন্ত্র পড়ে বিয়ে দিলেন পুরোহিত মশাই ৷ মালাবদল থেকে সিঁদুরদান সবই হল ৷ নিয়ম কানুন এক হলেও এ বিয়ে মানুষের নয় বরং ব্যাঙের ৷ বৈশাখের দাবদাহে ওষ্ঠাগত প্রাণ ৷ কলকাতা থেকে জেলা, কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, কোথাও আবার তারও বেশি ৷ এই প্রখর দাবদাহ থেকে বাঁচাতে পারে একমাত্র বৃষ্টি ৷ সেই বৃষ্টির আশাতেই মন্দিরে বেদ মন্ত্র উচ্চারণ জোড়া ব্যাঙের বিয়ে দেওয়া হল হুগলির আরামবাগের পাঁড়ের ঘাট এলাকায় (wedding of frogs for rain in arambag) ৷ আজ 13 বৈশাখ, অর্থাৎ হালসাল । নতুন বছরের এই দিনটিতে দোকানে দোকানে পুজো হয় ৷ অনেকে মন্দিরেও পুজো দেন । সেই দিনটিতেই বৃষ্টির আশায় দেওয়া হল ব্যাঙের বিয়ে ৷ বরযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন পৌরপিতা স্বপন নন্দী থেকে বেশ কয়েকজন স্থানীয় কাউন্সিলর ৷ পুরোহিতের দাবি, এই পদ্ধতি অনুসরণ করে নাকি অতীতে ফল পাওয়া গিয়েছে !
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST