Viral Video: নির্বাচনী প্রচারে কংগ্রেস প্রার্থীর টাকা বিতরণের ভিডিয়ো ভাইরাল - গুজরাত নির্বাচন 2022
🎬 Watch Now: Feature Video
জোর হাত করে ভোট চাওয়ার পাশাপাশি স্থানীয় মানুষদের টাকা দিতে দেখা গেল কংগ্রেস প্রার্থীকে(Video of Congress Candidate Distributing Money to People Goes Viral)৷ তবে কি তিনি টাকা দিয়ে ভোট কিনতে চাইছেন ? বিজেপির মিডিয়া সেলের পোস্ট করা এক ভিডিয়ো(Viral Video)এই প্রশ্নই তুলে দিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের গান্ধীনগরের এক এলাকায়(Gujarat Election 2022)৷ যেখানে দেখা যাচ্ছে বালকৃষ্ণ ধোলর নামে ওই কংগ্রেস প্রার্থী ভোট চাওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে দেখা করতে আসা স্থানীয় লোকজনকে পকেট থেকে বের করে টাকা দিচ্ছেন ৷ সামনেই গুজরাতে নির্বাচন ৷ তার মধ্যেই নির্বাচনী প্রচারে জুবিন আশারা নামে এক ব্যক্তি ভিডিয়োটি টুইট করে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন ৷ বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি ৷ ইটিভি ভারত অবশ্য এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ।
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST