Vande Bharat Express: বোলপুর স্টেশনে বন্দে ভারত, ধরা পড়ল উচ্ছ্বাস-ধস্তাধস্তির মিশ্র কোলাজ - বোলপুর স্টেশনে বন্দে ভারত
🎬 Watch Now: Feature Video
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat Express) আসতেই উচ্ছ্বাস । জাতীয় পতাকা হাতে শঙ্খ ও উলুধ্বনি দিয়ে ট্রেনটিকে স্বাগত জানালেন বোলপুর স্টেশনে উপস্থিত আম জনতা (Vande Bharat Express at Bolpur) ৷ ধরা পড়ল কিছু অনভিপ্রেত দৃশ্যও ৷ স্টেশনে এদিন উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছিল বিশাল সংখ্যক রেল পুলিশ । তা সত্ত্বেও তৈরি হয় বিশৃঙ্খলা ৷ অত্যুৎসাহী কিছু ব্যক্তি ট্রেনে উঠতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি ও হাতাহাতি হয় তাঁদের । ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্দে ভারতে যাত্রার সূচনার করার পর শুক্রবার দুপুর 2 টো 17 মিনিট নাগাদ মডেল স্টেশন বোলপুর-শান্তিনিকেতনে এসে পৌঁছয় ট্রেনটি । বিজেপির কেন্দ্রীয় নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে দলের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন বোলপুর স্টেশনে । তিনি জানান,স্বাধীনতার পর আজ একটা নতুন দিকের সূচনা হল । মানুষের আবেগ ধরে রাখার মত ছিল না ।
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST