Anubrata Mandal: ভর্তি নিল না এসএসকেএম, হাসপাতাল চত্বরে অনুব্রতর উদ্দেশে ধেয়ে এল 'গরু চোর' কটাক্ষ! - হাসপাতাল চত্বরে অনুব্রতর উদ্দেশে ধেয়ে এল গরু চোর কটাক্ষ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 8, 2022, 5:56 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

সোমের সকালে গরু-পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠিয়েছিল সিবিআই ৷ গতকালই বীরভূম ছেড়ে কলকাতায় চিনার পার্কের বাড়িতে চলে এলেও 'কেষ্ট' যে এ যাত্রায় সিবিআই হাজিরা এড়াচ্ছেন, সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল রবিবারই ৷ তাঁর আইনজীবীরা জানিয়েছিলেন, অনুব্রত অসুস্থ ৷ চিকিৎসার কারণে কলকাতায় এসেছেন তিনি ৷ সিবিআই হাজিরা দিতে নয় ৷ সেই বার্তায় সিলমোহর দিয়েই এদিন সকালে এসএসকেএম হাসপাতালে যান বীরভূমের বেতাজ বাদশা ৷ তবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর অনুব্রতকে 'ফিট সার্টিফিকেট' দিয়ে ছেড়ে দেন চিকিৎসকেরা (SSKM Hospital discharges Anubrata Mandal after initial treatment) ৷ হাসপাতাল ছেড়ে পুনরায় চিনার পার্কের বাড়িতে ফেরেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি ৷ সেখান থেকে ফের রওনা দেন বীরভূমে ৷ তার আগে এদিন উডবার্ন ওয়ার্ড ছেড়ে বেরোনোর সময় অনুব্রতকে উদ্দেশ্য করে উড়ে এল 'গরু চোর' মন্তব্য ৷ যা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়ায় এসএসকেএম চত্বরে ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.