Rajnath Singh মণিপুরে প্রয়াত গোর্খা সেনাদের পরিবারকে অর্থসাহায্য কেন্দ্রের, তুঙ্গে কাজিয়া - মণিপুরে প্রয়াত গোর্খা সেনাদের পরিবারকে অর্থসাহায্য কেন্দ্রের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 18, 2022, 7:38 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

গত 29 জুন মণিপুরের টুপুল রেল ইয়ার্ডে ধসের কবলে পড়ে প্রাণ যায় 57 জন জওয়ানের ৷ তাঁদের মধ্যে 36 জন দার্জিলিং ও সিকিমের বাসিন্দা ৷ বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন ব্য়াংডুবি সেনাছাউনিতে প্রয়াত সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷ একইসঙ্গে, প্রয়াতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন আর্থিক সাহায্য ৷ তাঁদের প্রত্যেককে 7 লক্ষ টাকার চেক প্রদান করা হয় ৷ যদিও স্বজনহারাদের দাবি, এই টাকায় সারাজীবনের খরচ চালানো সম্ভব নয় ৷ তাই সরকারের কাছে স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা ৷ প্রসঙ্গত, আগেই রাজ্য সরকারের তরফে প্রয়াত জওয়ানদের পরিবারকে অর্থসাহায্য করা হয়েছে ৷ কিন্তু, টাকার পরিমাণে সন্তুষ্ট নন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (Raju Bista) ৷ এদিকে, পশ্চিমবঙ্গ সরকার প্রয়াত জওয়ানদের স্ত্রীদের হোমগার্ডের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ৷ রাজ্য়ের এই সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন রাজু ৷ তাঁর বক্তব্য, স্বামীহারা ওই তরুণীরা সকলেই শিক্ষিত ৷ তাহলে তাঁদের কেন সামান্য বেতনের চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.