Train Accident: লাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু রেলকর্মীর - রেল পুলিশের আধিকারিকরা
🎬 Watch Now: Feature Video
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক প্রাক্তন রেলকর্মীর (Railway Worker Died)। দুর্ঘটনাটি ঘটেছে পানাগড় স্টেশন সংলগ্ন 103 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল পুলিশের আধিকারিকরা। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছন কাঁকসা থানার পুলিশ কর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ব্যক্তির নাম সুকুমার নাথ (79) ৷ সুকুমার নাথের বাড়ি পানাগড়ের ট্যাংকতলা এলাকায়। শুক্রবার সকালে মিষ্টি কিনে বাড়ি ফেরার পথে আসানসোলগামী লোকাল ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয় (Train Accident in Durgapur)। জিআরপি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST