Worshiping Tree as God গাছ থেকে বেরচ্ছে জল, পুজো দেওয়ার হিড়িক পুরুলিয়ায় - গাছ থেকে বের হচ্ছে জল
🎬 Watch Now: Feature Video
পুরুলিয়ার রঘুনাথপুর থানা এলাকার মঙ্গলদা গ্রামে গাছ থেকে বেরচ্ছে জল । আর তাতেই এটিকে অলৌকিক ঘটনা হিসাবে মনে করেছেন সেখানকার মানুষ ৷ তারা রীতিমতো ধূপ ধুনো দিয়ে পুজো দিতে শুরু করেছেন (People worshiping tree as god in Purulia) । কেউ কেউ আবার ফুল, বেলপাতা দিচ্ছেন গাছের তলায় । কেউ কেউ আবার দিয়ে যাচ্ছেন পয়সাও । তবে এই বিষয়টিকে নেহাতই একটি স্বাভাবিক ঘটনা বলে জানিয়েছে বিজ্ঞান মঞ্চ ৷ গাছে জল জমে থাকার ফলে সেটা উপরে উঠে গিয়ে কাণ্ড থেকে গড়িয়ে পড়ছে । এ নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা সম্পাদক ডক্টর নয়ন মুখোপাধ্যায় । তিনি আরও জানান, তাদের প্রতিনিধিরা গ্রামে এসে মানুষকে বুঝিয়েছেন । পুলিশের সঙ্গেও কথা বলেছেন তাঁরা ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST