Puri Sand Art: পুরীতে বালি দিয়ে তৈরি হল জি 20-র লোগোর প্রতিকৃতি - Puri Sand Art
🎬 Watch Now: Feature Video
পুরীর সমুদ্র সৈকতে বালি দিয়ে ভারতে আয়োজিত জি 20 প্রেসিডেন্সির লোগোর প্রতিকৃতি তৈরি করলেন প্রখ্যাত শিল্পী সুদর্শন পট্টনায়েক (Sudarsan Pattnaik Creates Indias G20 Presidency Logo on Sand) ৷ বৃহস্পতিবার তিনি তাঁর ছাত্রদের সঙ্গে নিয়ে এই লোগোটি তৈরি করেন । জানা গিয়েছে সম্পূর্ণ কাজটি করতে সময় লেগেছে প্রায় দু'দিন।
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST