WB TET 2022: পরীক্ষাকেন্দ্রে মা, বাইরে আড়াই ঘন্টা বাবা-দিদার কোলে অপেক্ষায় সদ্যোজাতরা - পশ্চিমবঙ্গ টেট 2022

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 11, 2022, 7:54 PM IST

Updated : Feb 3, 2023, 8:35 PM IST

পাঁচ বছরের অপেক্ষার অবসান ৷ রবিবার রাজ্য জুড়ে হল প্রাথমিকের টেট পরীক্ষা (TET Exam 2022)। তাই সুযোগ ছাড়তে কেউই রাজি ছিলেন না ৷ সদ্য মা হওয়া পরীক্ষার্থীরাও এদিন পরীক্ষা দিলেন (New Mothers appears in Primary TET Exam 2022)৷ বেলা 12টা থেকে দুপুর 2.30 পর্যন্ত আড়াই ঘণ্টা বাইরে মায়ের জন্য বাবা ও দিদার কোলে অপেক্ষা করল একরত্তিরা ৷ মুর্শিদাবাদের ডোমকল গার্লস কলেজে এমনই ছবি ধরা পড়ল ৷ 10 দিন থেকে 2 মাস, পরীক্ষাকেন্দ্রের বাইরে সদ্যোজাতদের অপেক্ষা এদিন নজর কাড়ল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও ৷ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগের মুহূর্তেও সন্তানকে দুধ খাইয়ে গেলেন মা ৷ তারপর স্বামীর কোলে দিয়ে পরীক্ষা হলে ঢুকলেন সদ্য মা হওয়া পরীক্ষার্থী ৷ শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না-হয়েও শুধুমাত্র মনের জোর আর স্বনির্ভর হওয়ার তাগিদেই সদ্যোজাতকে রেখেই পরীক্ষা দিলেন তাঁরা ৷ আর্জি একটাই, স্বচ্ছ নিয়োগ হোক ৷
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.