Monkey Attack: গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে হনুমান, খাঁচা পাতাই সার বন দফতরের - পুরুলিয়া
🎬 Watch Now: Feature Video
গ্রামে হনুমানের তাণ্ডব (Monkey Attack)! বন্য হনুমানের আক্রমণে ইতিমধ্যেই আহত হয়েছেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ ঘটনায় আতঙ্কিত পুরুলিয়া-2 (Purulia) ব্লকের দুমদুমি অঞ্চলের মানুষ ৷ অভিযোগ, সাতদিনেরও বেশি সময় ধরে এই এলাকায় তাণ্ডব চালাচ্ছে একটি হনুমান ৷ আতঙ্কে ঘরবন্দি হয়ে দিন কাটাচ্ছেন গ্রামবাসী ৷ বন দফতরকে বিষয়টি জানানো হলেও তাদের যাবতীয় আয়োজন ব্যর্থ করে দিয়েছে প্রাণীটি ৷ বন দফতরের পাতা খাঁচা, কিংবা ঘুমপাড়ানি গুলি, কোনও কিছু বাগে আনা যায়নি হনুমান বাবাজিকে ৷ বন দফতরের পাড়া রেঞ্জের রেঞ্জ অফিসার বিক্রম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রসঙ্গে বলেন, হনুমানটিকে ধরতে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে ৷ তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছে ৷ আমরা দ্রুতই প্রাণীটিকে ধরে ফেলতে পারব বলে আশা করছি ৷
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST