Md Salim: বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের থেকে ফোঁটা নিলেন সেলিম, করলেন পাশে থাকার অঙ্গীকার - Md Salim
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুজো হোক কিংবা কালীপুজো । যেকোনও উৎসবে তাঁদের (TET Agitators) জীবন কাটছে সেই রাস্তাতেই । ভাইফোঁটাতেও গান্ধিমূর্তির পাদদেশ ছাড়েননি কেউই । অনেকেই রয়েছেন, যারা দিদি বা ভাইকে ছেড়ে ঠায় বসে রয়েছেন আন্দোলনস্থলে । সেখানেই বুধবার সাড়ম্বরে পালিত হল ভাইফোঁটা । ফোঁটা নিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim celebrates Bhai Phonta) । দাদা হিসেবে আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকারও করলেন তিনি ।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST