Ma Canteen: মা ক্যান্টিনে খেলেন মন্ত্রী বীরবাহা,পরিবেশনে জেলাশাসক - ঝাড়গ্রাম মা ক্যান্টিন
🎬 Watch Now: Feature Video
ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে পৌরসভার উদ্যোগে খোলা হল মা ক্যান্টিন (Ma Canteen Started at Jhargram) ৷ ক্যান্টিনে খাবার খেলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ৷ খাবার পরিবেশন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল । উপস্থিত সকলকে খাবার পরিবেশন করলেন জেলাশাসক । ক্যান্টিনের উদ্বোধন করেন মন্ত্রী বীরবাহা । উদ্বোধনের পর ক্যান্টিন ঘুরে দেখেন মন্ত্রী। মেনুতে ছিল ভাত, ডাল, সবজি এবং ডিম সেদ্ধ । 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ সোমানি সকলের পাতে এদিন ভাত বেড়ে দেন । তারপর জেলাশাসক মন্ত্রীর পাতে ডাল দিয়ে সকলকে ডাল দেন ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST