Christmas Celebration in Church: করোনা যেন না ফেরে, সুস্থতা কামনায় দুর্গাপুরের চার্চে প্রার্থনা শহরবাসীর - Locals pray at church
🎬 Watch Now: Feature Video
বিগত দু‘বছরেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতি কাটিয়ে বর্ষশেষের উৎসবে ছন্দে ফিরেছে রাজ্যবাসী ৷ যদিও এরইমধ্যে চিনে আবারও চোখ রাঙিয়েছে ভাইরাস ৷ ক্রমশই পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে ৷ দেশজুড়ে সেই অর্থে বিধিনিষেধ আরোপ না-হলেও চিন-সহ কয়েকটি দেশফেরৎ বিমানযাত্রীদের ক্ষেত্রে আরটি পিসিআর বাধ্যতামূলক করা হয়েছে ৷ তবে অতীতের পরিস্থিতি আর যেন ফিরে না আসে, সেই প্রার্থনাতেই দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার খ্রিস্টান চার্চে মানুষের লম্বা লাইন । ধর্ম-বর্ণ ভুলে মিলিত হয়েছেন সকলে ৷ মোমবাতি জ্বালিয়ে সকলেরই প্রার্থনা কোভিড কালের সেই বেদনদায়ক দিন যেন আর ফিরে না আসে (Locals pray at church) ৷
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST