FIFA World Cup 2022: ফিফা বিশ্বকাপের সাফল্য কামনায় 8 ফুটের স্যান্ড আর্ট সুদর্শন পট্টনায়েকের - ফিফা বিশ্বকাপ
🎬 Watch Now: Feature Video
ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022) সফল হোক ৷ এই বার্তা দিয়ে পুরীর সমুদ্র সৈকতে 8 ফুট উচ্চতার স্যান্ড আর্ট (Sand Replica of FIFA World Cup) তৈরি করলেন সুদর্শন পট্টনায়েক ৷ বালি দিয়ে ‘গুড লাক’ লিখে ফিফা বিশ্বকাপের ট্রফি বানিয়েছেন (Sudarsan Pattnaik Creates Sand Art to Convey Good Luck) ৷ আর যা তৈরি করতে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া 32টি দেশের 1 হাজার 350টি মুদ্রা ব্যবহার করেছেন ৷ আর এই স্যান্ড আর্ট করতে 5 টন বালি ব্যবহার করেছেন শিল্পী সুদর্শন পট্টনায়েক ৷
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST