Nabapatrika Snan: সপ্তমীর সকালে কলাবউ স্নান গঙ্গার ঘাটে ঘাটে - কলাবউ স্নান

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 2, 2022, 10:53 AM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

মহাসপ্তমীর (Maha Saptami) সকালে গঙ্গার ঘাটে উপচে পড়া ভিড় । ষষ্ঠীর বোধনের মধ্যে দিয়ে দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে । রবিবার মহাসপ্তমীর সকালে হল কলাবউ স্নান (Nabapatrika Snan) বা নবপত্রিকা স্নান । হলুদ, কচু, ধান, ডুমুর, বট-সহ নয়টি উপকরণের সমাহারে সাজানো হল কলাবউ (Kola bou snan)। গণেশের ডানদিকে অবগুণ্ঠনে থাকা কলাবউকে প্রচলিত অর্থে সিদ্ধিদাতার স্ত্রী বলা হয় । তবে শাস্ত্রীয় মতে কলাবউ আদতে দেবী দুর্গার শস্যদায়িনী রূপ । সকাল থেকেই তাই প্রথা মেনে গঙ্গার ঘাটে চলল মহাসপ্তমী পুজোর স্নান । বাগবাজার থেকে শোভাবাজার রাজবাড়ির পুজোর কলাবউ স্নান সম্পন্ন হল নিয়ম মেনে । দুর্গাপুরেও চলল নবপত্রিকা স্নান ৷ নবপত্রিকা কী ? মূলত 9টি গাছকে পুজো করা হয় দেবীরূপে । প্রকৃতি নারীর রূপ । তাই প্রকৃতিকে আরাধনা করা হয় এই নবপত্রিকা স্নান যাত্রাতে । দুর্গাপুরের আদ্যাশক্তি মহাপীঠ, সপ্তপীঠের মন্দির ও সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে মন্দিরে 19তম দুর্গোৎসব আয়োজিত হচ্ছে । সাড়ম্বরে নবপত্রিকার স্নানযাত্রার সঙ্গে সঙ্গে শুরু হল দেবীর আবাহন (Durga Puja 2022)।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.