Durga Idol Immersion Accident: জলপাইগুড়ির ঘটনায় দ্বীপ থেকে উদ্ধার 60 - এখনও আটকে আছেন 60 জন
🎬 Watch Now: Feature Video
বুধবার দশমীর রাতে প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই হড়পা বান প্রাণ কেড়েছে 8 জনের (Durga Idol Immersion) ৷ এখনও পর্যন্ত নদী মধ্যবর্তী দ্বীপে আটকে পড়া 60জনকে উদ্ধার করা গিয়েছে (Durga Idol Immersion Accident) ৷ চলছে উদ্ধারকার্য ৷ আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ ইতিমধ্যেই মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন 13 জন ও 1 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ বৃহস্পতিবার সকাল থেকেই হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST