Body Recovered in Durgapur: দুর্গাপুরে ট্রাঙ্কের ভিতর মহিলার পচাগলা দেহ, সন্দেহের তালিকায় নিখোঁজ স্বামী
🎬 Watch Now: Feature Video
জামাকাপড় রাখার ট্রাঙ্ক থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার ৷ বৃহস্পতিবার রাত 11টা নাগাদ দুর্গাপুর থানার বেনাচিতি পাওয়ার হাউস এলাকার একটি বাড়ি থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয় (Decomposing Body of Woman Recovered Inside Trunk in Durgapur) ৷ জানা গিয়েছে, উদ্ধার হওয়া দেহটি বছর 26-এর রেখা মণ্ডল নামে এক মহিলার ৷ বৃহস্পতিবার রাতে হঠাৎই ওই এলাকায় পচা গন্ধ পেয়ে ওই বাড়ির সামনে জড়ো হন ৷ সন্দেহ হওয়ায় বাড়ির ভিতরে ঢোকেন তাঁরা ৷ বাড়ির ভিতরে ঢুকলে সেই দুর্গন্ধ আরও তীব্র হয় ৷ কোথায় থেকে গন্ধ আসছে, তা জানতে খোঁজাখুজি শুরু করেন সকলে ৷ এর পরেই জামাকাপড় রাখার ট্রাঙ্ক খুলতেই তাঁর ভিতরে রেখা মণ্ডলের দেহ দেখতে পান প্রতিবেশীরা ৷ খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ জানা গিয়েছে, রেখা মণ্ডলের স্বামী সুভাষ মণ্ডল রাজমিস্ত্রির কাজ করতেন ৷ গত দু’দিন ধরে তাঁকে এলাকায় দেখা যায়নি ৷ রেখা মণ্ডলের দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ প্রাথমিকভাবে বিষয়টি খুন বলেই মনে করছেন তদন্তকারীরা ৷ তাঁদের অনুমান রেখা দেবীকে খুনের পর, দেহ ট্রাঙ্কে ঢুকিয়ে রেখে পালিয়ে গিয়েছেন সুভাষ ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন দুর্গাপুরের এসিপি ৷ পুলিশ অস্বাভাবিক খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ সুভাষ মণ্ডলের খোঁজ শুরু করেছে পুলিশ ৷
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST