CPIM Rally: পার্থ চট্টোপাধ্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুলপিতে সিপিআইএম'র মিছিল - CPIM Rally
🎬 Watch Now: Feature Video
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)দৃষ্টান্তমূলক শাস্তি ও এই কাণ্ডে জড়িত থাকা বাকি সকলকে গ্রেফতারের দাবিতে এবার রাস্তায় নামল সিপিআইএম(CPIM) । রবিবার 117 নম্বর জাতীয় সড়কের বিক্ষোভ মিছিল(Rally)করেন বাম কর্মী-সমর্থকেরা । সিংহেরহাট থেকে মিছিল শুরু করে তাঁরা ৷ মিছিল শেষ হয় করঞ্জলি বাজারে । মিছিল শেষে বাম কর্মী-সমর্থকরা পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেন । অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীকে(CM Mamata Banerjee) জিজ্ঞাসাবাদ করুক তদন্তকারী সংস্থা । নইলে আগামিদিনে সিপিআইএম শিক্ষক দুর্নীতি মামলা নিয়ে বড় আন্দোলনে নামবে বলে এদিন হুশিয়ারি দেন সিপিআইএম কর্মী-সমর্থকেরা ।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST