Protest Against Student Death : ডাম্পারের ধাক্কায় মৃত্যু ছাত্রের, প্রতিবাদে কাঁকসা থানার সামনে বিক্ষোভ পড়ুয়াদের - Students protested near Kanksa police station
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15112001-869-15112001-1650888414245.jpg)
রবিবার রাতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় পশ্চিম বর্ধমানের কাঁকসার মলানদীঘি সংলগ্ন বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার (Student dies in road accident)। মৃতের নাম শিবু কুমার (25) ৷ সোমবার নিরাপত্তার দাবিতে পথ অবরোধ করে ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল পড়ুয়ারা । 72 ঘণ্টার মধ্যে স্পিড ব্রেকার, স্ট্রিট লাইট এবং ট্রাফিক ব্যবস্থা বাড়াতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা । কাঁকসার মলানদীঘি সংলগ্ন এলাকায় রয়েছে দু’টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । অভিযোগ, নিরাপত্তার অভাবে বাড়ছে শ্লীলতাহানি, চুরি এবং দুর্ঘটনার মতো ঘটনা । অজয় ঘাট থেকে মুচিপাড়া রাস্তায় বাড়ছে ওভারলোড ট্রাকের দাপক আর যার জেরে বাড়ছে দুর্ঘটনা, অভিযোগ পড়ুয়াদের । এরই প্রতিবাদে সোমবার সকালে ওই বেসরকারি কলেজের সামনে থেকে মিছিল করে মলানদীঘি পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে পথ অবরোধ করে পড়ুয়ারা (Students protested near Kanksa police station)। 20 মিনিট ধরে ট্রাক, ডাম্পার আটকে বিক্ষোভ চলে । পুলিশ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় পড়ুয়ারা ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST