SBSTC Protest: দিঘায় বিক্ষোভকারী বাসকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, আটক 4 - বিক্ষোভকারী বাসকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি
🎬 Watch Now: Feature Video
পুলিশি বাধায় পিছু হটলেন তৃণমূলের শ্রমিক সংগঠন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীরা (SBSTC Protest) । দীর্ঘ 9 দিন ধরে চলে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ । শেষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর উঠে গেল সেই অবস্থান-বিক্ষোভ (Clash between police and bus workers in Digha) । ইতিমধ্যেই পুলিশ 4 জন অস্থায়ী কর্মীকে আটক করেছে। এরপর অস্থায়ী কর্মীদের বিক্ষোভ তুলে দেয় দিঘা থানা ও দিঘা মোহনা থানার পুলিশ । এ দিন দিঘার বাস ডিপো থেকে 4টি সরকারি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST