Marriage in Bike: বাইক চড়ে প্রেম, বাইক চেপেই বিয়ে! অভিনব বিয়ে ক্যানিংয়ে - Video of Marriage
🎬 Watch Now: Feature Video
এক সময় বাইকে চেপে প্রেমপর্ব চালিয়েছিলেন ক্যানিংয়ের মমতা পল্লীর যুবক বিশ্বজিত সরকার। সেই বাইকে চেপেই বিশ্বজিৎ তাঁর সঙ্গিনী পৌলমী বেরাকে বিয়ে করতে রওনা দিলেন (Canning Man Performed Marriage in Bike) ৷ বিয়ে করে ওই বাইকে করেই সঙ্গীনীকে নিয়ে বাড়িও ফিরলেন। বাইক চেপে বর যাচ্ছে বিয়ে করতে, এমন ঘটনা নজরে আসতেই দেখার জন্য রাস্তার পাশে জড় হলেন প্রচুর মানুষ। অভিনব এমন বিয়েতে সাক্ষী থাকতে মোবাইলে ছবিও তুলে রাখলেন কেউ কেউ। স্কুল জীবন থেকেই শুরু হয় তাঁদের প্রেমপর্ব। রবিবার হয়েছে তাঁদের চারহাত এক ৷ সেইদিন সকাল থেকে বিয়েবাড়িতে তোড়জোড় শুরু হয়, ফুল দিয়ে ঢেলে সাজানো হয় ওই মোটর বাইককে। তারপর বিয়ের উদ্দেশ্যে রওনা দেন বরমশাই। অন্যদিকে, বাইক না-চালালেও নববধূর সাজে সেজে বাইকে চেপে বিয়ে করতে গির্জায় হাজির হন কনে পৌলমী। খ্রিষ্টীয় মতে, ক্যানিংয়ের ওই গির্জায় তাঁরা গাঁটছড়া বাঁধেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST