BJP Protest: করুণাময়ী-কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি, আটক অগ্নিমিত্রা-সহ 7 নেতা
🎬 Watch Now: Feature Video
করুণাময়ীতে প্রাথমিক টেট উত্তীর্ণ আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের (Salt Lake TET agitation) উপর বৃহস্পতিবার রাতের পুলিশি অভিযান ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি (Police action against TET agitators) ৷ শুক্রবার কলকাতার রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ জানায় বিজেপির যুব মোর্চা ৷ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ, বিধায়ক অগ্নিমিত্রা পল প্রমুখ ৷ এদিনের মিছিলকে কেন্দ্র উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বর ৷ বিজেপি সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় । বিক্ষোভকারীদের পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয় ৷ আটক করা হয়েছে অগ্নিমিত্রা পল, ইন্দ্রনীল খাঁ, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপাঞ্জন গুহ, দীপক বর্মন-সহ 7 জন কর্মকর্তাকে (BJP protest in Kolkata) ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST