Agnimitra Slams Bengal Govt: মানুষের চোখে ধুলো দিতে আবাস যোজনায় নজরদারির নাটক চলছে, অভিযোগ অগ্নিমিত্রার - বিজেপি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 9, 2022, 8:19 PM IST

Updated : Feb 3, 2023, 8:35 PM IST

রাজ্যজুড়ে আবাস যোজনা (PMAYG) নিয়ে চলছে প্রশাসনের নজরদারি । আবাস যোজনার যাঁরা ফর্ম ফিলাপ করেছেন, তাঁদের বাড়ি গিয়ে পরিদর্শন করছেন প্রশাসনের কর্মীরা । সেই মতো আসানসোল (Asansol) দক্ষিণ বিধানসভার 5টি পঞ্চায়েত এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে পরিদর্শন করলেন রানিগঞ্জের বিডিও ৷ সঙ্গে ছিলেন রানীগঞ্জ থানার পুলিশ ও আশা কর্মীরা । কয়েকদিন ধরে যেভাবে প্রশাসনের আবাস যোজনা নজরদারি চলছে । তার পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুর রানিগঞ্জ বিডিও-তে বিক্ষোভ দেখানো হয় ৷ এই নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন আসানসোল দক্ষিণের বিধায়ক বিজেপির (BJP) অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) ৷ তাঁর কথায়, আবাস যোজনার নজরদারি নাটকবাজি ৷ তৃণমূল (Trinamool Congress) করলে আবাস যোজনার বাড়ি মিলবে । এটা শুধু মাত্র আই ওয়াস । সামনেই পঞ্চায়েত ভোট আসছে তাই তৃণমূলের এইসব কার্যক্রম ।
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.