BJP Councillors Sale Jhalmuri: চা, চপ, ঘুগনি, ঝালমুড়ি বিক্রি করে মমতার মন্তব্যের প্রতিবাদ বিজেপি কাউন্সিলরদের - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
দিনকয়েক আগেই রাজ্যের বেকার ছেলেমেয়েদের চা, চপ, ঘুগনি, মুড়ির দোকান করে স্বাবলম্বী হওয়ার পথ দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ আর এ নিয়ে সোচ্চার হয়েছে রাজ্যের বিরোধী দলগুলো । বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পৌরসভার (Kaliyaganj Municipality) সামনে দিনকয়েক আগেই রাজ্যের বেকার ছেলেমেয়েদের চা, চপ, ঘুগনি, মুড়ির দোকান করে স্বাবলম্বী হওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি । বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পৌরসভার (Kaliyaganj Municipality) সামনে টেবিল পেতে চা, ঝালমুড়ি, ঘুগনি বিক্রি করতে দেখা যায় বিজেপি কাউন্সিলরদের (BJP councillors sale Jhalmuri Ghugni) ৷ এইভাবেই তাঁরা মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধীরা করেন ৷ পাশাপাশি তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি বিজেপির কাউন্সিলররা । বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস-সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST