Diwali in White House: দীপাবলিতে এলাহি আয়োজন, হোয়াইট হাউসে আনন্দে মেতে উঠলেন বাইডেন-কমলারা - হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনে মার্কিন প্রেসিডেন্ট
🎬 Watch Now: Feature Video
হোয়াইট হাউসে সোমবার দীপাবলি উদযাপনে মাতলেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Bidens host largest ever Diwali reception at White House)৷ উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ৷ এই অনুষ্ঠানে তাঁরা সাক্ষাৎ করেন আমেরিকাবাসী ভারতীয়দের সঙ্গে ৷ অতিথি অভ্যর্থনার সময় বাইডেন জানান, হোয়াইট হাউসে বড় করে পালিত এটাই প্রথম দীপাবলি(Diwali in White House)৷ 200 জনেরও বেশি বিশিষ্ট আমেরিকাবাসী ভারতীয় এদিনের অনুষ্ঠানে যোগ দেন ৷ উৎসবে ছিল ঋসভ শর্মার ডান্স ট্রুপ দ্য সা ডান্স কোম্পানির সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ অতিথিরা ঐতিহ্যবাহী বাঙালি পোশাক শাড়ি, লেহেঙ্গা ও শেরওয়ানিতে সেজেছিলেন ৷ মেনুতে ছিল জিভে জল আনা ভারতীয় খাবার ৷
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST