Arpita Mukherjee: 'আলিবাবার গুহার মতোই রাশি রাশি ধন উদ্ধার !' অর্পিতার 14 দিনের হেফাজত চাইল ইডি - অর্পিতা মুখোপাধ্যায়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 24, 2022, 4:18 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

রবিবার জোকার ইএসআই হাসপাতালে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) স্বাস্থ্যপরীক্ষা করানো হয় ৷ তারপর তাঁকে পেশ করা হয় ব্যাঙ্কশাল আদালতে (Bankshall Court) ৷ তাঁকে গাড়ি থেকে নামিয়ে সেলে ঢোকাতে রীতিমতো কালঘাম ছুটে যায় সংশ্লিষ্ট আধিকারিকদের ৷ সাংবাদিকদের ভিড় ঠেলে কোনও মতে অর্পিতাকে আদালতে ঢোকানো হয় ৷ অর্পিতাকে গাড়িতে নামতে দেখেই তাঁর নাম ধরে চিৎকার করতে শুরু করেন সাংবাদিকরা ৷ ছুড়ে দেন একের পর এক প্রশ্নবাণ ৷ কিন্তু, অর্পিতা সেইসব প্রশ্নের কোনও জবাব দেননি ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, অর্পিতাকে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইডি (ED) ৷ তাদের বক্তব্য, অর্পিতা সম্পূর্ণ সুস্থ রয়েছেন ৷ আদালতে তাঁর মেডিক্যাল পরীক্ষার রিপোর্টও পেশ করা হয়েছে ৷ ইডি-এর বক্তব্য, আলিবাবার গুহায় যেমন রাশি রাশি ধন-রত্ন পাওয়া গিয়েছিল, তেমনই বিপুল পরিমাণ অর্থ মিলেছে অর্পিতার ফ্ল্যাটে ৷ মিলেছে বহু গুরুত্বপূর্ণ নথি, মোবাইল, সিম কার্ড, রাজ্যের মন্ত্রীর সিলমোহর-সহ খাম ৷ তাই অর্পিতাকে এই বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা দরকার বলেই মনে করেন ইডি আধিকারিকরা ৷ সেই জন্যই তাঁকে 14 দিনের জন্য হেফাজতে চাওয়া হয়েছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.